"প্রশিক্ষণ নিন স্বাবলম্বী হন"
আগামী ২০/০৮/২০২৩ খ্রিঃ তারিখে মুন্সীগঞ্জ জেলাস্থ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের অর্ন্তগত "ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ে, শ্রীনগর, মুন্সীগঞ্জ, ১০ দিন মেয়াদী অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।
প্রশিক্ষণার্থীদের যোগ্যতাঃ
১। জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
২। বয়স ১৮ - ৩০ এর মধ্যে হতে হবে।
৩। সর্বনিম্ন JSC/ সমমান পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪। প্লাটুন ভুক্ত সদস্য হতে হবে। যদি থাকে।
৫। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র থাকতে হবে।
৬। মামলা আছে বা সাজা প্রাপ্ত ব্যাক্তি অযোগ্য।
৭। সেচ্ছাসেবী মনোভাব থাকতে হবে।
উক্ত প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
২. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (মূল কপি সাথে আনতে হবে)
৩. পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
৪. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদপত্র।
সুযোগ-সুবিধা:
✓তৃণমূল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ একক বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া।
✓বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া।
✓সরকার কর্তৃক নির্দেশিত সময় সময় যেকোনো দায়িত্ব; যেমন: জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন, দুর্গাপূজা, মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশগ্রহণ করা।
✓ভিডিপি সদস্য হিসেবে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে আভি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া।
✓প্রশিক্ষণ শেষে সনদপত্র সহ দৈনিক ভাতা প্রদান করা হয়।
বি:দ্র: শুধুমাত্র ষোলঘর ইউনিয়নের আগ্রহী প্রার্থীগন (৩২ পুরুষ ও ৩২ মহিলা) উক্ত প্রশিক্ষনটি করতে পারবে।
যোগাযোগঃ
১। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
মোবাইলঃ +8801716593618
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস